কুলগাছিয়ায় দুটি বাসের সংঘর্ষ, আহত ২০


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুটি বাসের সংঘর্ষে আহত হল দুটি বাসের ২০ জন যাত্রী। দূর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ১৬ নং জাতীয় সড়কের উলুবেড়িয়া থানার কুলগাছিয়া শ্রীরামপুরে। আহত বাস যাত্রীদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল ৮টা নাগাদ নন্দীগ্রাম থেকে বারাসাত অভিমুখে যাওয়া একটি বাস শ্রীরামপুরের কাছে যাত্রী তোলার জন্য আচমকা রাস্তায় দাঁড়িয়ে পড়ে। সেইসময় পিছন দিক থেকে আসা দীঘা হাওড়া রুটের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। দূর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ বাস দুটিকে আটক করলেও চালক পলাতক।

