ডিভিসির ছাড়া জলে উদয়নারায়নপুরে প্লাবিত চাষের জমি


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- ডিভিসির ছাড়া জলে প্লাবিত হল উদয়নারায়নপুরের দুটি গ্রাম পঞ্চায়েতের হাজার বিঘা চাষের জমি। জানা গেছে প্রতি বছর এই সময় বোরো চাষের জন্য জল ছাড়ে ডিভিস । সেই জল বিভিন্ন খাল দিয়ে জমিতে প্রবেশ করানোর জন্য মুন্ডেশ্বরী নদীর বিভিন্ন এলাকায় বাঁধ দেওয়া হয়।


জানা গেছে এইসব জায়গায় এমনিতে জল জমেছিল তার উপরে ডিভিসি জল ছাড়ায় সেই জল হুগলীর বলাইচকের চিংড়া খালের উপর দিয়ে প্রবাহিত হয়ে উদয়নারায়নপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের সুবলচক ও দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মানশ্রী ও আমবাগান এলাকায় ঢুকে পড়ে।

প্রশাসন সূত্রে খবর ডিভিসির ছাড়া জলে দুটি গ্রাম পঞ্চায়েতের ৭০০ বিঘা আলু চাষ ও ১৫০ বিঘা বোরো ধান চাষের ক্ষতি হয়েছে। উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যান গায়েন জানান আপাতত ক্ষতিগ্রস্থ চাষীদের উদ্ধার হওয়া আলু সরকারি সহায়ক মূল্যে সুফল বাংলার মাধ্যমে ১০ টাকা কেজি প্রতি নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

