দেউলটিতে রেল অবরোধ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, দেউলটি- রেল লাইনের উপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দক্ষিন পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনে দেউলটি এবং কোলাঘাট ষ্টেশনের মাঝে তামুনতলায় রেল অবরোধ করল গ্রামবাসীরা । এদিন সকাল ১০টা থেকে চলা এই রেল অবরোধের ফলে দূর্ভোগে পড়ে ট্রেনের যাত্রীরা। প্রায় ঘন্টা তিনেক এই রেল অবরোধ চলার পর রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের দাবি বিবেচনার আশ্বাস দিলে রেল অবরোধ ওঠে।

জানা গেছে তামুনতলায় এলাকায় রেলের একটি ফাঁকা জায়গা দিয়ে রেল লাইন পেরিয়ে নাচক, জলপাই, ওড়ফুলি সহ আশেপাশের ৪/৫ টি গ্রামের মানুষ যাতায়াত করে। অভিযোগ রেল কর্তৃপক্ষ শনিবার গভীর রাতে ওই জায়গায় লোহার পোষ্ট পুঁতে দেয়।  এদিকে রেল কর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা রেল লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ব্রিটিশ আমল থেকে রেল লাইনের উপর দিয়ে এই চলাচলের রাস্তা আছে। আর এই রাস্তাকেই রেল কর্তৃপক্ষ জোরজবস্তি বন্ধ করেছে।   অন্যদিকে রেল কর্তৃপক্ষ সূত্রে খবর সাধারন মানুষের নিরাপত্তার স্বার্থে এবং কাছাকাছি লেবেল ক্রশিং থাকায় এই জায়গাটা রেল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *