আমতা ২ নং ব্লকে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতা ২ নং ব্লকের ঝিকিরা গ্রাম পঞ্চায়েত এলাকায় চিংড়াজোল সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হল। শনিবার নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর দ্বিতল এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরী করতে ব্যায় হয়েছে ৩২ লক্ষ টাকা। এদিন সুস্বাস্থ্য কেন্দ্রটি উদ্বোধন করে বিধায়ক সুকান্ত পাল জানান এলাকার বাসিন্দারা এখানে একটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরীর অনুরোধ জানিয়েছিলেন। সেইমত এই সুস্বাস্থ্য কেন্দ্রটি তৈরী করা হয়েছে।


