আমতায় জাল ওষুধ কান্ডে ধৃতের জেল হেফাজত


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপের জাল ওষুধ বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার আমতা থেকে বাবলু মান্না নামে এক নামে ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করেছিল ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। শুক্রবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর ধৃত ওষুধ ব্যবসায়ী গত ২০ বছর ধরে এই ওষুধের ব্যবসা করছেন এবং গত তিন মাস তিনি অভিযোগকারী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপজনিত জাল ওষুধ রাজ্যের বিভিন্ন জায়গায় সরবরাহ করছিলেন। এদিকে বৃহস্পতিবার ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা আমতার মান্না এজেন্সির গোডাউন থেকে ১৭ লক্ষ টাকার এই জাল ওষুধ বাজেয়াপ্ত করলেও এখনো পর্যন্ত এক কোটি টাকার বেশি জাল ওষুধ বাজারে চলে যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

প্রসঙ্গত সম্প্রতি ওই নামী ওষুধ প্রস্তুতকারী জানতে পারে তাদের রক্তচাপ জনিত ওষুদধের কিউ আর কোড জাল করা হয়েছে এবং সেইসব ওষুধ বাজারে ছাড়া হয়েছে। এরপর ওষুধ প্রস্ততকারী সংস্থা ড্রাগ কন্ট্রোল দপ্তরে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা তদন্তে নেমে আমতার মান্না এজেন্সির নাম জানতে পারে। এরপর বৃহস্পতিবার বিকেলে আমতায় ওই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিয়ে ১৭ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করে আধিকারিকরা। পাশাপাশি ওই ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেপ্তার ও করে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। ড্রাগ কন্ট্রোল দপ্তর সূত্রে খবর ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার ৩০০ টি প্রয়োজনীয় ওষুধের গুনগন মান বজায় রাখতে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানিগুলিকে ওইসব ওষুধের উপর কিউ আর কোড লাগানোর নির্দেশ দেয়। সেইমতো ওষুধ কোম্পানিগুলি তাদের ওষুধের উপর কিউ আর কোড লাগিয়ে দেয়। আর সেই কিউ আর কোড এবার জাল করার অভিযোগ উঠল। এদিকে অতি প্রয়োজনীয় রক্তচাপের এই ওষুধ ইতিমধ্যে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। তিনি ঘটনার উচ্চ পর্যায়ের সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন।

