১৬ নং জাতীয় সড়কের মাঝখান থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মঙ্গলবার সকালে উলুবেড়িয়া থানার মনসাতলায় ১৬ নং জাতীয় সড়কের ডিভাইডারের মাঝখান থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে জাতীয় সড়কে ডিভাইডারের মাঝে বছর ৫৫ এর এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়ন্তদন্তে পাঠায়। হাওড়া গ্রামীন জেলা পুলিশের এক কর্তা জানান সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী গাড়ির ধাক্কায় এই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যাক্তির পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
