উঁচু জলের ট্যাঙ্ক থেকে নীচে পড়ে গেল চারটি লক্ষ্ণী পেঁচার বাচ্চা


নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, বাগনান- উঁচু জলের ট্যাঙ্ক থেকে নীচে পড়ে গেল চারটি লক্ষ্ণী পেঁচার বাচ্চা। পরে সেই বাচ্চাগুলোকে উদ্ধার করে পুনরায় জলের ট্যাঙ্কের উপরে রেখে দিল পরিবেশকর্মী চিত্রক প্রামানিক ও তার সঙ্গীরা। জানা গেছে বাগনান ১ নং ব্লকের হাটুরিয়া ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কয়েক হাজার গ্যালন লিটার জলের ট্যাঙ্কের উপর বাসা বেঁধেছিল একটি লক্ষ্ণী পেঁচা। সম্প্রতি তার চারটি বাচ্চা হয়েছিল।


স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার আচমকা বাচ্চাগুলি জলের ট্যাঙ্ক থেকে নীচে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রসুন সামন্ত বাচ্চাগুলিকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখেন। পরে খবর পেয়ে পরিবেশকর্মী চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, ইমন ধাড়া ও সুরজিৎ দোয়ারি ঘটনাস্থলে পৌঁছে পেঁচার বাচ্চাগুলোকে উদ্ধার করে। পরে চিত্রক ও তার সঙ্গীরা প্রানের ঝুঁকি নিয়ে জলের ট্যাঙ্কের উপরে উঠে পেঁচার বাচ্চাগুলোকে পুনরায় তাদের বাসায় রেখে দেয়। পাশাপাশি পানীয় জল পরিস্কার রাখার জন্য ট্যাঙ্কটি বড় ত্রিপল দিয়ে ঘিরে দেওয়া হয়।

