শ্যামপুরে কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে মৃত্যু ছাত্রের


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. শ্যামপুর- কলেজের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন দৌড়ে অংশ নিয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম রূপম শী (১৯)। বাড়ি বাগনান থানার বাঁটুল গ্রামে। মৃত ছাত্র ওই কলেজের জুওলজি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র। শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়ন্তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যয় চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠয়েছে।


জানা গেছে শনিবার রূপম কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে নাম দিয়েছিল। সেইমত সে ২০০ মিটার দৌড়ে অংশ নেয়। কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর ২০০ মিটার দৌড় শেষ করে রূপম মাঠের পাশে মাটিতে বসে পড়ে। তারপরেই ওই ছাত্র আচমকা মাটিতে পড়ে যায় এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে। এরপর দ্রুত তাকে স্থানীয় ঝুমঝুমি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। অন্যদিকে ছাত্রের কলেজের সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ সব্যসাচী সেন জানান ফুলের মত একটা বাচ্চা ছেলে যে আমাদের ছেড়ে এভাবে চলে যাবে ভাবতেই পারছিনা।

