প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়


নিজস্ব প্রতিনিধি , হাওড়া নিউজ ২৪, কলকাতা- বাংলার সঙ্গীত জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার সকালে কলকাতার এস এস কে এম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। প্রবাদ প্রতিম শিল্পীর এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা। ১৯৪২ সালের ২৫ জুন জন্মগ্রহন করেন বাংলার উজ্জ্বল নক্ষত্র প্রতূল মুখোপাধ্যায়। তার কন্ঠের আমি বাংলায় গান গাই আজ ও জনপ্রিয় বাংলার প্রতিটি প্রান্তে।


এদিন দুপুরে শিল্পীর মরদেহ এস এস কে এম থেকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। সেখানে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অগনিত মানুষ। পরে রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় প্রতুল মুখোপাধ্যায়কে। পরে রবীন্দ্র সদন থেকে শিল্পীর মরদেহ এস এস কে এমে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিল্পীর দেহ দান করা হয়।
