গড়চুমুক চিড়িয়াখানায় বিশ্ব জলাভূমি দিবস পালন


নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- প্রতিবছর ফেব্রয়ারি মাসটিকে পশ্চিমবঙ্গের রাজ্য প্রানী বাঘরোল বা মেছো বিড়াল সংরক্ষন হিসাবে পালিত হয়। শুধু তাই নয় ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবসকে সামনে রেখে সারা মাস জুড়ে জলাভূমি, পরিবেশ ও মেছোবিড়াল সংরক্ষনে একাধিক কর্মসূচী পালন করা হয়। সেইমত মঙ্গলবার গড়চুমুক চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানায় বিশ্ব জলাভূমি দিবস পালন করল।


এদিন এই উপলক্ষ্যে বাগনান ২ নং ব্লকের ছয়ানী গুজরাট নিউ সেট আপ আপার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চিড়িয়াখানায় নিয়ে আসার পর তাদের চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখিদের সর্ম্পকে সচেতন করা হয়। এদিন গড়চুমুক চিড়িয়াখানার ভারপ্রাপ্ত রেঞ্জার তাপস দেব ছাত্রছাত্রীদের বিভিন্ন গাছ, ফুল ও প্রানীদের বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করেন। অন্যদিকে বিভিন্ন পশু পাখিদের সর্ম্পকে ছাত্রছাত্রীদের অবহিত করেন বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিক, সুমন্ত দাস ও পলাশ প্রধান। রেঞ্জার তাপস দেব জনান বর্তমানে গড়চুমুক চিড়িয়াখানায় ৫০ ধরনের পশুপাখি আছে। আগামীদিনে আরোও পশুপাখি আনার পরিকল্পনা আছে। অন্যদিকে গড়চুমুক চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই উদ্যোগজে স্বাগত জানিয়েছেন বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিক।

