উলুবেড়িয়া থেকে উদ্ধার ৮০০ লিটার চোলাই মদ


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. উলুবেড়িয়া- চোলাই পাচারের সময় আবগারি দপ্তরের আধিকারিকদের হাতে ধরা পড়ে গেল প্রাইভেট গাড়ি ভর্তি চোলাই মদ। উদ্ধার হল প্রায় ৮০০ লিটার চোলাই মদ। আবগারি দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া চোলাই মদের বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা।


জানা গেছে রবিবার ভোরে উলুবেড়িয়ার রামচন্দ্রপুরের কাছে রাস্তায় নজরদারি চালানোর সময় মদাইয়ের দিক থেকে একটা প্রাইভেট গাড়িকে তীব্র গতিতে এগিয়ে আসতে দেখেন আবগারি আধিকারিক পলাশ বিশ্বাস। গাড়িটিকে আটকাতে গার্ড রেল দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। তৎক্ষনাৎ চালক গাড়ির মুখ ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। যদিও সফল না হওয়ায় চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে একের পর এক চোলাইয়ের বস্তা উদ্ধার করে আবগারি দপ্তরের আধিকারিকরা।
