ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়ে রাজনীতিতে আসলে সমাজ তৈরী হবে- পুলক রায়


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ২৪, উলুবেড়িয়া- ছাত্রছাত্রীরা প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে রাজনীতিতে আসলে সমাজ তৈরী হবে এবং জাতি এগিয়ে যাবে। শনিবার উলুবেড়িয়ায় আল আমিন মিশনের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী পুলক রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যে নতুন নতুন মেডিকেল কলেজ তৈরী করে তাতে আসন সংখ্যা বৃদ্ধি করায় এই প্রতিষ্ঠানের ২৭০ জন ছাত্রীর মধ্যে ৫৫ জন ছাত্রী ডাক্তারি পড়ার সূযোগ পেয়েছেন। তিনি ছাত্রীদের উদ্দ্যশে বলেন আগামীদনে ছাত্রীদের দেশ চালানোর দায়িত্ব নিতে হবে। সমাজ গঠনের পাশাপাশি সমাজের স্বার্থে মন্ত্রী থেকে বিধায়ক সহ রাজনীতির বিভিন্ন দায়িত্বপূর্ন পদে আসীন হওয়ার আহবান জানান পুলক রায়।


এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যন অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান , প্রতিষ্ঠানের কর্তা এম নরুল ইসলাম সহ অন্যান্যরা।

