বাগনানে আগুনে ভস্মীভূত দোতলা বাড়ি


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি দোতলা বাড়ি। আগুনে তিনজন অগ্নিদগ্ধ হল। আহতরা উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন। জানা গেছে মঙ্গলবার গভীর রাতে আচমকা বিয়াজুল আলমের বাড়িতে আগুন লেগে যায়। চোখের নিমিষে আগুনের লেলিহান শিখা গোটা বাড়িটাকে গ্রাস করে নেয়। আগুন লাগার পর বাড়ি থেকে বের হতে গিয়ে রিয়াজুল আলম ও ইমরান সুলতানা অগ্নিদগ্ধ হন। আগুন লাগার পরে বাড়ির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে রিয়াজুল বাবুর আত্মীয় আক্তার আলি আহত হন।


অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন। এদিকে অগ্নিকান্ডের খবর পাওয়ার পর বুধবার ঘটনাস্থলে যান হাল্লান গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ মাসুদ, বাগনান ২ নং ব্লকের বিডিও নেহাল আহমেদ এবং বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়জিৎ নন্দী। বাগনান ১ নং ব্লকের বিডিও নেহাল আহমেদ জানান ক্ষতিগ্রস্থদের রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি বাসনপত্র, চাল ডাল সবজি দেওয়া হয়েছে। একটি কমিনিউটি হলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

