আমতা থেকে ময়ূরপুচ্ছ কচ্ছপ উদ্ধার


নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, আমতা- আমতার খড়দহ গ্রাম পঞ্চায়েতের সোনামুই গ্রাম থেকে উদ্ধার হল একটি ময়ূরপুচ্ছ কচ্ছপ। জানা গেছে শুক্রবার দুপুরে খড়দহ গ্রাম পঞ্চায়েতের কর্মীরা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় কচ্ছপটিকে দেখতে পেয়ে সেটিকে উদ্ধার করে পঞ্চায়েত অফিসে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে বন দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে পৌঁছান পরিবেশকর্মী প্রদীপ রঞ্জন রীত। পরে বন দপ্তরের কর্মীরা কচ্ছপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। ৱ


