বাগনানে বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- দিন কয়েক আগে উলুবেড়িয়ায় পথ নিরাপত্তা সম্পাহের সূচনা করতে এসে হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ন রাস্তার মোড়ে নিয়ে গিয়ে হাতে কলমে পথ নিরাপত্তার বিষয়টি ও বোঝানো হবে। সেইমত শুক্রবার সকালে বাগনান থানার উদোগে ১৬ নং জাতীয় সড়কে মানকুর মোড়ে বাগনান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে পথ নিরাপত্তার নানা দিক নিয়ে সচেতন করা হয়।


হাওড়া গ্রামীন জেলা পুলিশের এক কর্তা জানান পথ নিরাপত্তার বিষয়টি ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখানোর জন্য এই উদ্যোগ। অপরদিকে এদিন দুপুরে উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে উলুবেড়িয়া পুরসভার মুক্তমঞ্চে পথ নিরাপত্তা, সাইবার সচেতন নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার সুবিমল পাল, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এদিন এই কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

