শুরু উলুবেড়িয়া মেলা


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়া বাসীর জন্য সুখবর। আগামী বছর থেকে শুরু হবে উলুবেড়িয়া উৎসব। সোমবার বিকালে উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গনে প্রথম বর্ষ উলুবেড়িয়া মেলার উদ্বোধন করতে এসে এই ঘোষণা করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী বলেন এই প্রথম উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে উলুবেড়িয়া মেলা হচ্ছে। মন্ত্রী বলেন এবারের উলুবেড়িয়া বই মেলায় রবিবার পর্যন্ত প্রায় ৩০ লক্ষ টাকার বই যেরকম বিক্রি হয়েছে সেইরকম খাদ্য মেলায় প্রায় ১৭ লক্ষ ৮৫ টাকার এবং সোনাঝুড়ি হাটে প্রায় ১৪ লক্ষ টাকার বিকিকিনি হয়েছে।


পুলক রায় বলেন উলুবেড়িয়া মানুষের চাহিদা ছিল মেলাটা আরোও কয়েকদিন হোক। সেই কারণে এই উলুবেড়িয়া মেলা। তিনি জানান এই মেলাতেও যেরকম বইয়ের স্টল, খাদ্য মেলা, ফুল মেলা, সোনাঝুড়ি হাট থাকবে সেইরকম পশু পালন দপ্তরের বিভিন্ন স্টল থাকবে। সেই সঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের সবজি ও বিক্রির ব্যবস্থা থাকবে।এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,হাওড়া গ্রামীন জেলা পুলিস সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও রিয়াজুল হক, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।

