হাওড়া গ্রামীন জেলা পুলিসের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ


নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পথ নিরাপত্তা নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে এবার জেলার প্রতিটি বিদ্যালয়ে রোড সেফটি ক্লাব তৈরী করা হবে। সোমবার হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ে আয়োজিত পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বলেন হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার সুবিমল পাল। এদিন পুলিশ সুপার জানান পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম প্রতিটি বিদ্যালয়ে রোড সেফটি ক্লাব।


তিনি জানান জেলার ৩৫২ টি বিদ্যালয়ে রোড সেফটি ছাড়াও একটি করে সাইবার সেফটি ক্লাব ও তৈরী করা হবে। বিদ্যালয়ের ২ জন করে শিক্ষক এবং ৭/৮ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই ক্লাব তৈরী করা হবে। এই ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের বাকি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের পথ নিরাপত্তা নিয়ে সচেতন করবে। এদিনের এই অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী পুলক রায় নিজে বাইকে চেপে পথ নিরাপত্তা নিয়ে সাধারন মানুষকে সচেতন করেন।

