৬৮ তম ন্যাশানাল স্কুল গেমসে অনুর্ধ্ব ১৭ বালিকা বিভাগে তৃতীয় বাংলা


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- ৬৮ তম ন্যাশানাল স্কুল গেমসে অনুর্ধ্ব ১৭ বছরের বালিকা বিভাগের ট্রাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেল পশ্চিমবঙ্গ। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে মহারাষ্ট্র এবং ত্রিপুরা। গত ১৫ থেকে ১৮ জানুয়ারি মহারাষ্ট্রের কোলাপুর শহরে এই প্রতিযোগিতার আসর বসেছিল। প্রতিযোগিতায় দেশের ২৮টি রাজ্যের ৩৮টি দল অংশ নিয়েছিল। আমাদের রাজ্যে থেকে শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের দশম শ্রেনীর ছাত্রী প্রিয়ঞ্জনা জানার নেতৃত্বে ৫ জনের একটি দল অংশ নিয়েছিল। দলে প্রিয়ঞ্জনা ছাড়াও পশ্চিম মেদিনীপুর, নদীয়া জেলা থেকে একজন করে এবং হুগলী জেলা থেকে ২ জন অংশ নিয়েছিল।


দলগত এই সাফল্য খুশী প্রিয়ঞ্জনা জানায় একটা ভালো ফলের আশা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। তবে প্রথম হলে ভালো হত। নিজের পরবর্তী লক্ষ্য প্রসঙ্গে প্রিয়ঞ্জনা জানায় তার পরবর্তী লক্ষ্য ভারত সরকার আয়োজিত খেলো ইন্ডিয়াতে অংশ নেওয়া এবং তার জন্য প্রস্তুতি ও শুরু হয়ে গেছে বলে জানায় প্রিয়ঞ্জনা জানা। প্রসঙ্গত ২০২৩ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে আয়োজিত ৮ম আর্ন্তজাতিক সাব জুনিয়র যোগাসন প্রতিযোগিতায় রিদিমিক ও ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় সোনার পদক এবং আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় রুপোর পদক লাভ করেছিল শ্যামপুরের বাসিন্দা প্রিয়ঞ্জনা জানা।

