হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে ” অপারেশন প্রয়াস “


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হাওড়া গ্রামীন জেলার পুলিশের উদ্যোগে সোমবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে ফোনগুলির মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। অপারেশন প্রয়াস শীষর্ক এক কর্মসূচীতে এদিন গ্রামীন জেলার ১১টি থানা থেকে উদ্ধার হওয়া ফোনগুলি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়।


এদিন সকালে উলুবেড়িয়া থানা থেকে উদ্ধার হওয়া ৪০ টি দামি মোবাইল ফোনগুলির মালিকদের হাতে তুলে দেন হাওড়া গ্রামীন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জন এ্যালেন জর্জ। তিনি জানান জেলার ১১ টি থানা থেকে ২০০ টির বেশী উদ্ধার হওয়া মোবাইল আজ ফেরত দেওয়া হচ্ছে। মোবাইল হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার পর সেগুলি উদ্ধাররে জন্য পুলিশের কাছে আভিযোগ জানানোর আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার জন এ্যালেন জর্জ। অন্যদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশী ফোনের মালিকরা। তাদের মতে এতে পুলিশের প্রতি আস্থা আরোও বৃদ্ধি পেল।

