মধ্যপ্রদেশের ভোপালে তৃতীয় ন্যাশানাল কনফারেন্স ইন লেসার নোন স্পিসিস


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত হয়ে গেল তৃতীয় ন্যাশানাল কনফারেন্স ইন লেসার নোন স্পিসিস। সোসাইটি অফ নেচার হিলারস কনজারভেটারস এন্ড লোকাল টুরিজম ডেভলপমেন্ট ভোপাল আয়েজিত এই কনফারেন্সে দেশ বিদেশের বহু পরিবেশ বিজ্ঞানী, বন্যপ্রানী বিশেষজ্ঞ, জাতীয় ও আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বনমন্ত্রকের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।


পাশাপাশি সরকারি ও বেসরকারি সাহায্য ছাড়া যেসব বন্যপ্রান সংরক্ষনকারীরা বিভিন্ন লেসার নোন বন্যপ্রান রক্ষার জন্য কাজ করে চলেছে তাদের ও বক্তব্য রাখার জন্য এই কনফারেন্সে আমন্ত্রন জানানো হয়। কনফারেন্সে পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন বন্যপ্রান সংরক্ষনকারী লেখিকা ডঃ ঐশিমায়া সেন নাগ এবং বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিক। কনফারেন্সে চিত্রক পশ্চিমবঙ্গের রাজ্য প্রানী বাঘরোল বা মোছো বিড়াল নিয়ে বক্তব্য রাখেন। এর পাশাপাশি নন ফরেস্ট এলাকায় বিভিন্ন বন্যপ্রানী উদ্ধার. তাদের বাসস্থানের সংকট, মানুষের সঙ্গে তাদের সহবস্থান এবং আগামীদিনে নতুন প্রজন্ম ও সাধারন মানুষের কি করনীয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন চিত্রক প্রামনিক।

