উলুবেড়িয়া বই মেলার উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে উলুবেড়িয়া কলেজ কর্তৃপক্ষ ওই কলেজের ছাত্র এবং প্রাক্তন ছাত্রদের কাছ থেকে বই কিনবে । শনিবার বিকেলে উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গণে তৃতীয় বর্ষ উলুবেড়িয়া বইমেলা উদ্বোধন করতে এসে এই কথা বলেন উলুবেড়িয়া কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।


এদিন বই মেলা মঞ্চ থেকেই মন্ত্রী ঘোষণা করেন এই বইমেলা থেকে উলুবেড়িয়া কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা বই কিনে পড়ার পর যদি তারা তা রশিদ সহ উলুবেড়িয়া কলেজকে বই দিয়ে দেয় তাহলে কলেজ কর্তৃপক্ষ ওই বইয়ের মূল্য দিয়ে দেবে। মন্ত্রী পুলক রায় বলেন গতবারের মত এবারেও উলুবেড়িয়া কলেজের পড়ুয়ারা বয়স্ক অশীতিপর ব্যক্তি যাদের বই পড়ার ইচ্ছা রয়েছে তাদের কাছে ছাত্র-ছাত্রীরা গিয়ে বই পড়িয়ে শোনাবে। এজন্য এদিন তিনি একটি হোয়াটসঅ্যাপ নম্বর ও ঘোষণা করেন। মন্ত্রী পুলক রায় বলেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানালে তাদের বাড়িতে বই নিয়ে পৌঁছে যাবে উলুবেড়িয়া কলেজের পড়ুয়ারা। শুধু পৌঁছে যাওয়া ই নয় তাদেরকে ওই বই পড়েও শোনাবে পড়ুয়ারা।

এদিন মন্ত্রী পুলক রায় গ্রন্থাগার দপ্তরের কাছে গ্রন্থাগারের আরো পরিকাঠামোগত উন্নতির দাবি জানান। অন্যদিকে এবারে উলুবেড়িয়া বইমেলার অন্যতম আকর্ষণ বীরভূমের শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। এদিন এই সোনাঝুরি হাটের ও উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি মেলা ঘুরে দেখেন।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়া, হাওড়ার গ্রামীন জেলার পুলিশ সুপার সুবিমল পাল, মহকুমা শাসক মানস মন্ডল, বিধায়ক নির্মল মাজি, বিধায়ক বিদেশ বোস, এক নম্বর ব্লকের ভিডিও এইচ এম রিয়াজুল হক, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান প্রমুখ।

