আমতায় আগুনে ভস্মীভূত কাগজের কার্টুনের গোডাউন


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কাগজের কার্টুনের গোডাউন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমতার গগন মোড়ের অদূরে। জানা গেছে এদিন দুপুরে গগন মোড়ের অদূরে আমতা বাগনান রাস্তার পাশে থাকা একটি কাগজের কার্টনের গোডাউনের ভিতর থেকে কালো ধোঁওয়া বের হতে দেখে দেখে স্থানীয় বাসিন্দারা।


গোডাউনটিতে দাহ্য পদার্থ মজুদ থাকায় চোখের নিমিষে আগুনের লেলিহান শিখা গোটা গোডাউনকে গ্রাস করে নেয়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় তাদের সেই চেষ্টা ব্যার্থ হয়। অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আমতা থানার পুলিশ। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। যদিও ততক্ষনে গোডাউনটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

