বাগান্ডা রণমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসার ( উচ্চ মাধ্যমিক ) সুর্বন জয়ন্তী বর্ষ উদযাপন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শনিবার থেকে উলুবেড়িয়া বাগান্ডায় রণমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসার ( উচ্চ মাধ্যমিক ) সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু হল। এদিন অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন মন্ত্রী বলেন রাজ্যে মা মাটি মানুষের সরকারের আমলে এই মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এখানে আগে যেখানে এই মাদ্রসায় ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র ৪০০ বর্তমানে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩৪৭। আগে এখানে ৯ জন শিক্ষক শিক্ষিকা থাকলেও বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৮।
মন্ত্রী পুলক রায় বলেন এই সরকারের আমলে এই মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জন্য মাল্টি জিম, মিনি ইনডোর গেম, লাইব্রেরী, ১২ লক্ষ টাকা ব্যায়ে স্মার্ট ক্লাস, ১৪ টি অতিরিক্ত শ্রেনীকক্ষ, সোলার সিস্টেম ছাড়াও ফিজিক্স, কেমিষ্ট্র, বায়লজি এবং ভূগোলের ল্যাবোরেটারি তৈরী করা হয়েছে। মন্ত্রী বলেন নারী শিক্ষা প্রসারে সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে মাদ্রাসার নবম ও দশম শ্রেনীর ১২২ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর ১৪১ জন ছাত্রীকে ১২০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হচ্ছে।
শিক্ষিকাদের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে একটি রিফ্রেসমেন্ট কক্ষ নির্মাণের প্রতিশ্রুতি দেন মন্ত্রী পুলক রায়। এদিন মাদ্রসার প্রধান শিক্ষক আনিসুর রহমান মল্লিকের লেখা সুবর্ণ স্মরণে রণমহল ক্বোরানীয়া হাই মাদ্রসা শীর্ষক একটি পুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও রিয়াজুল হক সহ অন্যান্যরা।