১৬ নং জাতীয় সড়কে আগুনে ভস্মীভূত গাড়ি

Spread the love

  নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- চলন্ত গাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি চারচাকা গাড়ি। দূর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ১৬ নং জাতীয় সড়কে রাজাপুর থানার রঘুদেবপুর পাঁচলা মোড়ের কাছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে ৪ জনের একটি চিকিৎসক দল কলকাতার ঢাকুরিয়া থেকে মন্দারমনি যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে খবর সকাল ১০টা নাগাদ আচমকা গাড়িতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা ৪জনেই নীচে নেমে পড়েন। প্রাথমিকভবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে রাজাপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষনে গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *