বালি হাঁস উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আহত একটি বালি হাঁসকে উদ্ধার করে পরে তাকে সুস্থ করে পরিবেশে মুক্ত করে দিল পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরা। জানা গেছে মঙ্গলবার সকালে উলুবেড়িয়া ১নং ব্লকের বড়গাছিয়া গ্রামের বাসিন্দা অরূপ শী এলাকায় আহত অবস্থায় একটি বালি হাঁসকে পড়ে থাকতে দেখেন।
তিনি স্থানীয় পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরাকে বিষয়টি জানালে দেবাশীষ ঘটনাস্থলে পৌঁছে বালি হাঁসটিকে উদ্ধার করে বন দপ্তরের অনুমতি নিয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে দেবাশীষ হাঁসটিকে সেবা শুশ্রষার পর তাকে পরিবেশে মুক্ত করে দেন। দেবাশীষ জানান বালি হাঁসটির ডানায় আঘাত ছিল। সেই কারনে সেটা উড়তে পারছিলনা।