আশা ভবন সেন্টারে স্মার্ট ক্লাস চালু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের বিশেষভাবে সক্ষম শিশুরা ছাড়াও কমিনিউটি থেকে আসা বিশেষভাবে সক্ষম শিশুদের অডিও ভিসুয়ালের মাধ্যমে শিক্ষাদানের উদ্দ্যেশে সেন্টারে থাকা স্পেশাল স্কূলের একটি ক্লাস রুমকে স্মার্ট ক্লাস হিসাবে তৈরী করা হল।
শুক্রবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক সহযোগিতায় তৈরী হওয়া এই স্মার্ট ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার হাওড়ার জোনাল ম্যানেজার বিশ্বজিৎ গুহ. আশা ভবন সেন্টারের কর্নধার জন মেরী বারুই সহ অন্যান্যরা। আশা ভবন সেন্টারের হোম সুপারিন্টডেন্ট অরুনিমা জাষু জানান এই স্মার্ট ক্লাসে বিশেষভাবে সক্ষম শিশুরা অডিও ভিসুয়ালের মাধ্যমে শিক্ষাদান হলে ওরা কানে শুনে চোখে দেখে পড়াশুনা ভালোভাবে বুঝতে পারবে।