উলুবেড়িয়া ১ নং ব্লকের দুটি গ্রাম থেকে প্রচুর পরিমানে চোলাই মদ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শুক্রবার উলুবেড়িয়া ১ নং ব্লকের হীরাপুর গ্রাম পঞ্চায়েতের মদাই এবং ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের শাঁখাভাঙা গ্রামে উলুবেড়িয়া থানার পুলিশ আভিযান চালিয়ে প্রচুর পরিমান চোলাই মদ তৈরীর উপকরন বাজেয়াপ্ত করার পাশাপাশি সেগুলি নষ্ট করে দেয়। এর সঙ্গে চোলাই মদের ভাঁটিও নষ্ট করে দেয় পুলিশ।
হাওড়া গ্রামীন জেলা পুলিশ সূত্রে খবর এদিনের এই অভিযানে প্রায় ৩৫ হাজার লিটারের মত চোলাই মদ তৈরীর উপকরন নষ্ট করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। এদিন হাওড়া গ্রামীন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জন এল্যান জর্জের নেতৃত্বে উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী স্থলপথে এবং জলপথে লঞ্চের মাধ্যমে মদাই এবং শাঁখাভাঙা গ্রামে গিয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে। পরে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে একের পর এক চোলাই ভাঁটিতে অভিযান চালিয়ে ভাঁটি ভেঙে দেওয়ার পাশাপাশি চোলাই মদ বাজেয়াপ্ত এবং নষ্ট করে দেয় পুলিশ।