আহত লক্ষ্মী পেঁচা উদ্ধার


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- ঘুড়ির মাঞ্জা সুতোয় জড়িয়ে আহত হওয়া একটি লক্ষ্মী পেঁচাকে উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিল পরিবেশকর্মীরা। জানা গেছে গত ১৭ নভেম্বর আমতার বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের দেউলগ্রামে ঘুড়ির মাঞ্জা সুতোয় জড়িয়ে আহত হয়ে বাঁশ গাছের মগডালে ঝুলতে থাকে একটি লক্ষ্মী পেঁচা। স্থানীয় বাসিন্দা অর্ঘ্য গুড়িয়া এবং দেবাশীষ মাঝি বাঁশ গাছ কেটে আহত পেঁচাটিকে নামানোর পাশাপাশি পরিবেশকর্মী দেবরাজ আড়ুকে বিষয়টি জানান। পরে বন দপ্তরের অনুমতি নিয়ে দেবরাজ আড়ু সোমনাথ ঢালী, ছোট্ট মন্ডল এবং সন্দীপ মন্ডল পেঁচাটিকে বাড়িতে এনে চিকিৎসা শুরু করে। পরে বুধবার সন্ধ্যায় পেঁচাটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়।


