উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে শুরু রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- শুরু হল ১২ তম রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা। বৃহস্পতিবার বিকালে উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি রক্ষা সমিতির পরিচালনায় রানীর স্মৃতি বিজড়িত পর্যটন কেন্দ্রে মেলার উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সাজদা আহমেদ, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক সমীর পাঁজা, বিধায়ক সীতানাথ ঘোষ, বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, অভিনেত্রী কৌশানী মূর্খাজী সহ অন্যান্যরা। মেলা চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।


