শ্যামপুরের ঝুমঝুমি গ্রামীন হাসপাতালে সিজারিয়ান বিভাগের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- শনিবার শ্যামপুর ২ নং ব্লকের ঝুমঝুমি গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রের প্রসূতি বিভাগের সিজার রুম এবং একটি সভা ঘরের উদ্বোধন হল। শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতি সূত্রে খবর সিজার রুম এবং সভা ঘর তৈরী করতে খরচ হয়েছে ১ কোটি ৭১ লক্ষ টাকা। প্রশাসন সূত্রে খবর চলতি বছরে এই গ্রামীন হাসপাতালে ৩১১ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি হয়েছে। পাশাপাশি ৩৪৭ জন প্রসূতি মাকে সিজারের জন্য স্থানানতরিত করা হয়েছে।
অন্যদিকে গ্রামীন হাসপাতালে সিজারিয়ান বিভাগ চালু হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধক্ষ্য জুলফিকার আলি মোল্লা এবং শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য দীপক দাস। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক কালীপদ মন্ডল, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল সহ অন্যান্যরা।