বাগনানে অফ সাইট মক ফায়ার ড্রিল লেভেল-৩
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড, ইআরপিএল মৌড়ীগ্রাম পাইপলাইন ডিভিশন তার ভূগর্ভস্থ ক্রস কান্ট্রি পাইপ লাইনের মাধ্যমে পেট্রোলিয়ামজাত পণ্য ও এলপিজি গ্যস পারাদ্বীপ ও হলদিয়া থেকে পরিবহন করে বিভিন্ন জায়গায় পেট্রোলিয়াম ও গ্যাসজাত পণ্যের চাহিদা পূরণ করছে।
যেহেতু ভূগর্ভস্থ পেট্রোলিয়াম ও গ্যাস পাইপ লাইনগুলি অত্যন্ত উচ্চ চাপে ভীষণ রকম জ্বলনশীল পেট্রোলিয়াম পণ্য সেই কারণে পাইপ লাইনের কাছাকাছি যেকোন বেআইনি কার্যকলাপ দেশের পাশাপাশি সাধারন মানুষ ও সম্পদের ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। সেইজন্য এই ব্যাপারে মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সংস্থা।
সেইরকম শুক্রবার বাগনান থানার হিজলকে অফ সাইট মক ফায়ার ড্রিল লেভেল =৩ এর আয়োজন করল ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটিড। পাইপ লাইন মেরামতের সময় হঠাৎ আগুন লেগে গেলে কিভাবে দক্ষতার সঙ্গে অতি দ্রুত আগুন নিভিয়ে ফেলা যায় এবং পাইপ লাইনে লিক বা বিস্ফোরন হয়ে তেল বেরিয়ে আসলে কি করা উচিত সেই ব্যাপারে মানুষকে সচেতন করা হয়। এই ব্যাপারে সংস্থার সহকারী ম্যানেজার অশোক কুমার ঢালী জানান আমরা নিয়মিত এই ব্যাপারে সাধারন মানুষকে সচেতন করার কাজ করি। আজ বাগনানে করা হল।