শ্যামপুরে হাওড়া জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব

Spread the love

নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪,শ্যামপুর- মেলা খেলার মধ্যে থাকলে মানুষের মন ভালো থাকে। তবে যারা সবেতেই রাজনীতি করেন তারা মেলা খেলার মর্ম বুঝবেনা। শুক্রবার শ্যামপুর ১ নং ব্লকের নবগ্রাম স্টার ইউনিয়ন ফুটবল ক্লাব মাঠে হাওড়া জেলা লোকসংস্কৃতি  ও আদিবাসী সংস্কৃতি যাত্রা উৎসবে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। হাওড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হাওড়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং শ্যামপুর ১ নং ব্লক  ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় শুক্রবার থেকে শুরু হয়েছে এই উৎসব। চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

এদিন মন্ত্রী পুলক রায় বলেন বাংলয় সার্বিকভাবে একদিকে সমষ্টি, একদিকে ব্যাক্তি, একদিকে সমাজের সর্বক্ষেত্রে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তিনি যেরকম দুয়ারে সরকার করেন সেইরকম জেলার একদম প্রত্যন্ত গ্রামে দুয়ারে জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি যাত্র উৎসব করেন। মন্ত্রী পুলক রায় বলেন ডিসেম্বর আর জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন ক্লাব সংগঠন যেরকম মেলা খেলা অনুষ্ঠিত করে সেইরকম আমাদের মা মাটি মানুষের সরকার ও নানারকম মেলার আয়োজন করেন। যদিও এর মাঝে যারা বিগত দিনে কিছুই করেননি তারা যখন মেলা খেলা নিয়ে সমালোচনা করেন তখন আমরা মানসিক ভাবে কষ্ট পাই।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস. সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, জেলাশাসক পি দিপাপপ্রিয়া, বিধায়ক কালিপদ মন্ডল, বিধায়ক সুকান্ত পাল, হাওড়া গ্রামীন জেলা পুলিস সুপার সুবিমল পাল , জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সোমাশ্রী পাল সহ অন্যান্যরা। জেলা প্রশাসন সূত্রে খবর তিনদিনের এই উৎসবে পশ্চিমবঙ্গ যাত্রা আকাদেমী মনোনিত যাত্রাপালা সহ জেলার বিভিন্ন আঙ্গিকের লোক সংস্কৃতি এবং স্থানীয় যাত্রাপালা মঞ্চস্থ হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *