শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী সমারোহ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- নিখিল ভারত শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য্য ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজের প্রিয় শিষ্য ও প্রতিষ্ঠানের পূর্বতন আচার্য্যদেব তথা বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রাক্তন অধ্যক্ষ নিত্যলীলাপ্রবিষ্ট ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের জন্ম শতাব্দী সমারোহ উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠীত হল হাওড়ার উলুবেড়িয়ায়।
এই উপলক্ষে মঠের বর্তমান আচার্য্য পূজ্যপাদ ত্রিদন্ডীস্বামী শ্রীমদ্ভক্তিবিচার বিষ্ণু গোস্বামী মহারাজের নির্দেশনা ও উপস্থিতিতে এবং শ্রীধাম মায়াপুরের শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের মঠরক্ষক ত্রিদন্ডীস্বামী শ্রীমদ্ভক্তিবৈভব নারায়ন মহারাজের ব্যাবস্থাপনায় উলুবেড়িয়ার করাতবেড়িয়া গ্রামে ইউনাইটেড ভাটার ময়দান থেকে বিরাট ধর্মীয় শোভাযাত্রা বেরিয়ে উলুবেড়িয়ার হাইরোডে নিমদিঘি মোড় পর্যন্ত যায়৷ লক্ষাধীক ভক্ত সন্নাসী ও সাধারন মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহন করেন। ছৌ নাচ সহ ভারতীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয় শোভাযাত্রায়। সকলে হরিনাম সংকির্তনের মাধ্যমে শোভাযাত্রায় পা মেলান। আজ রবিবার বিশাল ধর্ম সভার আয়োজন করা হয়।