শ্যামপুরে প্লাস্টিক বর্জ্য নিরাপদ নিস্কাশন ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- প্লাস্টিকের বর্জ্য থেকে প্লাস্টিকের জিনিষপত্র তৈরীর কাঁচামাল উৎপাদনের লক্ষ্যে প্রক্রিয়া শুরু হল রবিবার শ্যামপুর ১ নং ব্লকের ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জে ভাগীরথী প্লাস্টিক বর্জ্য নিরাপদ নিস্কাশন ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন হল। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর ১ নং ব্লকের বিডিও তন্ময় কার্য্যী, হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য জুলফিকার আলি মোল্লা, শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নদেবাসী জানা, শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নদেবাসী জানা সহ অন্যান্যরা।
শ্যামপুর ১ নং ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে প্রকল্পটি তৈরী করতে ব্যায় হবে ১৬ লক্ষ টাকা। ইতিমধ্যে প্রকল্প চালু করার জন্য ১০ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন মেশিন বসানো হয়েছে। রবিবার থেকে কাজ শুরু হল। ব্লক প্রশাসন সূত্রে খবর প্রাথমিকভাবে শ্যামপুরের দুটি ব্লকের ১৮টি গ্রাম পঞ্চায়েতের সংগ্রহ করা প্লাস্টিক এখানে আনা হবে। এরপর মেশিনে সেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে প্লাস্টিকের মন্ড বা তাল তৈরী করা হবে।