গড়চুমুক চিড়িয়াখানায় নতুন অতিথি ইগুয়ানা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, গড়চুমুক- শীতের শুরুতেই গড়চুমুক চিড়িয়াখানায় নিয়ে আসা হল মধ্য ও দক্ষিন আমেরিকার প্রানী ইগুয়ানা। শনিবার ইগুয়ানার জন্য তৈরী করা এনক্লোজারে ৬টি ইগুয়ানা ছাড়া হয়। এদিন এই এনক্লোজারের উদ্বোধন করেন রাজ্যের বন মন্ত্রী বীরবাহা হাঁসদা। এর পাশাপাশি এদিন মন্ত্রী বন বিড়ালের আবাসস্থল, আশি মিটার বন পথ সহ একটি প্রশাসনিক দপ্তরের উদ্বোধন করেন। এদিন মন্ত্রী বলেন এই প্রকল্পটি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প। সেই কারনে এটাকে আরোও নতুনভাবে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে এবং আগামীদিনে এখানে আরো ভালো ভালো উপহার দিতে পারব।