উলুবেড়িয়া থেকে বারাসাত বেসরকারি বাস পরিষেবার সূচনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বুধবার ফুলেশ্বর বাসস্ট্যান্ড থেকে উলুবেড়িয়া বারাসাত রুটে বেসরকারি বাস পরিষেবার সূচনা হল। এদিন বাস পরিষেবার সূচনা করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও রিয়াজুল হক, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।
প্রশাসন সূত্রে খবর এই রুটে বাস পরিষেবার জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে ২৬টি বেসরকারি বাসকে পারমিট দেওয়া হয়েছে। এখন ১০টি বাস চালু হচ্ছে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আরোও ১৬টি বাস নামানো হবে। প্রশাসবন সূত্রে খবর উলুবেড়িয়া বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে ১৬ নং জাতীয় সড়কে শলপ হয়ে দক্ষিনেশ্বর, বিরাটি, মধ্যমগ্রাম হয়ে বারাসাত যাবে।