খোওয়া যাওয়া বিপুল পরিমান টাকা উদ্ধার করল হাওড়া গ্রামীন জেলা পুলিশের সাইবার ক্রাইম
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হাওড়া গ্রামীন জেলার বিভিন্ন প্রান্তে প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা খুইয়েছিলেন বহু মানুষ। তারা জেলার সাইবার ক্রাইমেও এই ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন। আর সেইসব অভিযোগের তদন্তে নেমে হাওড়া গ্রামীন জেলা পুলিশের সাইবার ক্রাইম খোওয়া যাওয়া বিপুল পরিমান টাকা উদ্ধার করল। জেলা পুলিশের সাইবার ক্রাইম সূত্রে খবর উদ্ধার হওয়া টাকার পরিমান ২৫ লক্ষ ৪০ হাজার ২০৩ টাকা। বুধবার জেলা সাইবার ক্রাইমের পক্ষ থেকে অভিযোগকারীদের হাতে খোওয়া যাওয়া টাকার চেক তুলে দেওয়া হয়।