কালীনগরে বিশ্ব শৌচালয় দিবস পালন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উন্নত স্যানিটেশনের পাশাপাশি স্বাস্থ্যবিধির অভ্যাস গড়ে তোলা এবং রোগ প্রতিরোধে ও স্বাস্থ্যের উন্নতিতে স্যানিটেশনের ভূমিকার গুরুত্ব সর্ম্পকে সাধারন মানুষকে বোঝাতে প্রতিবছর ১৯ নভেম্বর দিনটি বিশ্ব শৌচালয় দিবস হিসাবে পালন করা হয়। আর বছরের এই বিশেষ দিনে উলুবেড়িয়া ১ নং ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েতের কালীনগর কোম্পানী পনডে আধুনিক কমিউনিটি সেনেটারি কমপ্লেক্সের উদ্বোধন হল।
উলুবেড়িয়া ১ নং ব্লক প্রশাসন সূত্রে খবর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতে এইরকম শতাধিক উন্নত মানের শৌচালয় নির্মান করা হবে। এক একটি শৌচালয় নির্মাণ করতে ব্যায় হচ্ছে ২ লক্ষ ১০ হাজার টাকা। উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান বিভিন্ন জনবহুল এলাকায় এক ধরনের শৌচালয় নির্মান করা হবে। পরবর্তী সময়ে শৌচালয়গুলি রক্ষনাবেক্ষণের দায়িত্ব স্থানীয় গ্রাম পঞ্চায়েত. পঞ্চায়েত সমিতির পাশাপাশি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর হাতে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান বিডিও রিয়াজুল হক।