নলপুরে দূর্ঘটনার কবলে ডাউন সেকেন্দ্রবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, নলপুর- সাত সকালেই ট্রেন দুর্ঘটনা। এবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনে নলপুর স্টেশনের কাছে। শনিবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ে ২৮৮৫০ ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস। ট্রেনের পার্সেল ভ্যান সহ দুটি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় হতাহতের কোন খবর নেই। এদিনের এই দুর্ঘটনায় বিপর্যস্ত রেল পরিষেবা। একাধিক দূর পাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি লোকাল ট্রেন পরিষেবা ও বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটিকে লাইন থেকে সরানোর কাজ চলছে।

জানা গেছে এদিন ভোরে ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে শালিমার অভিমুখে যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে ভোর ৫ টা ৪০ নাগাদ নলপুর পশ্চিম লেভেল ক্রসিং এর কাছে ট্রেনটি মেইন লাইনে ওঠার সময় তার তিনটি কামরা লাইনচ্যুত হয়। যদিও দুর্ঘটনার পর দেখা যায় ট্রেনটির ইঞ্জিন এবং লাগেজ ভ্যান ডাউনলাইনে এবং ট্রেনটির পিছনের বেশ কয়েকটি কামরা ডাউন লাইনে রয়ে গেছে। বাকি কামরাগুলি মেন লাইনে আছে। যেটা রীতিমত ভাবিয়ে তুলেছে রেল আধিকারিক থেকে সবাইকে। কিভাবে এই ঘটনা ঘটলো রেল তদন্ত করে দেখছে।

রেল কর্তৃপক্ষের বক্তব্য ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনা গ্রস্থ ট্রেনের যাত্রীদের গন্তব্যস্থলে উদ্দেশ্যে রওনা করানোর ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। এদিকে রেল দুর্ঘটনার ফলে সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনে রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূর পাল্লার বহ ট্রেন। কয়েক ঘণ্টার পর আপ লাইন দিয়ে মেইল এক্সপ্রেস চালানো শুরু হয়। পরে বিকালে দূর্ঘটনাগ্রস্থ ট্রেনটিকে লাইন থেকে সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে এদিন দূর্ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ আধিকারিরা। আসেন দক্ষিন পূর্ব রেলের জিএম অনিল কুমার মিশ্র। তিনি বলেন দূর্ঘটনার কারন জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ১০ দিনের মধ্যে রিপোর্ট দেবেন। তারপরে দূর্ঘটনার কারন জানা যাবে। তবে যদি তদন্তে কেউ দোষী প্রমানিত হন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *