সৃজার জন্মদিনে রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মানবিকতার টানেই একসাথে রক্তদান করে মারুফা মিদ্দ্যে ও মন্দিরা মণ্ডল সৃজার জন্মদিনে আয়োজিত রক্তদান শিবিরে লাল ভালবাসা উপহার দিলেন।জন্মদিনের অনুষ্ঠান মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হয়ে উঠলো। এক বছরের সৃজার জন্মদিন উপলক্ষ্যে উলুবেড়িয়ার নোনাতে আয়োজিত হল রক্তদান শিবির। সাংবাদিক সন্তু মালিক ও তার স্ত্রী সরস্বতী সিং মালিক একমাত্র কন্যা সৃজার জন্মদিনকে স্মরণীয় করতে রবিবার আয়োজন করেছিলেন রক্তদান শিবির। সাধারণত জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ মানেই রকমারি খাওয়া দাওয়া। কিন্তু, রক্তদাতাদের নিমন্ত্রণ করে মুমূর্ষু রোগিদের পাশে দাঁড়ানোর আবেদন মানবিক বোধের দৃষ্টান্ত হয়ে উঠলো। জীবনের প্রথম রক্তদান করলেন অঙ্কুর বারিক, শৌভিক প্রামাণিক, সাগর ধাড়া, সমীরন মাইতি, শিবশঙ্কর মাঝিরা। আবার গৃহবধূ মন্দিরা মণ্ডল, মারুফা মিদ্দ্যেরাও রক্তদান করে এক আকাশ ভালবাসা উপহার দিলেন। জীবনের পঞ্চাশতম রক্তদান করলেন তন্ময় চ্যাটার্জী।
রক্তেই বাঁচে জীবন। রক্তদান মানে জীবন রক্ষার লড়াইতে সামিল হওয়া। রোগী বা চিকিৎসকের কাছে ব্লাড সেন্টারের রক্তের পরিচয় নির্দিষ্ট ব্লাড গ্রুপ। তেমনি রক্তদাতার পরিচয় জীবন রক্ষার লড়াই এর যোদ্ধা। মানবিকতার টানেই শ্যামপুর থেকে প্রশান্ত সাঁতরার সঙ্গে এসে রক্তদান করলেন অয়ন বেরা, শান্তনু প্রামাণিক, উত্তম সাঁতরারা। সকল রক্তদাতাদের রক্তিম ভালবাসা ও অভিনন্দন।মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য স্নেহভাজনেষু সন্তু মালিক ও তার স্ত্রী সরস্বতী মালিককে অভিনন্দন জানিয়েছে রক্তের পরিবার রক্তকরবী।ছোট্টো সৃজার জন্য রইলো এক আকাশ ভালবাসা। বাবা-মায়ের কোলে করে আজ মানবিক বোধের অঙ্কুরে ভরে উঠলো সৃজার হৃদয়। সৃজাও সকল রক্তদাতাকে তুলে দিয়েছে চারাগাছ। আগামীদিনে সত্যিকারের মানুষ হয়ে উঠুক সৃজা। শুভেচ্ছা ও ভালবাসা রইলো সৃজার জন্য।