ঘূর্নিঝড় “ডানা ” র ঝাপটার আতঙ্কে তটস্থ আম জনতা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ঘূর্নিঝড় “ডানা “ র ঝাপটার আতঙ্কেই প্রায় সারাটাদিন কাটালো হাওড়া গ্রামীন জেলার আম জনতা। আর এই আতঙ্কের জেরে এদিন রাস্তাঘাটে যানবাহনের পাশাপাশি মানুষজনের দেখাও কম মিলেছে। এমনকি বিকালের পর থেকে বৃষ্টি শুরু হওয়ায় রাস্তাঘাট একাবারে শুনশান হয়ে যায়।

অন্যদিকে ঘূর্নিঝড়ের সর্তকতায় বুধবার থেকেই নদীতে ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় মাইকিং করে মানুষকে সর্তক করার কাজ শুরু হয়। অন্যদিকে জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি ১৬ নং জাতীয় সড়কেও এদিন পণ্যবাহী যানবাহন চলাচল করলেও বাসের দেখা কম মিলেছে। ঘূর্নিঝড়ের সর্তকতায় এদিন প্রায় হাজারের বেশী মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

এদিন জেলার পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সকালে শ্যামপুরে আসনে জেলাশাসক পি দীপাপপ্রিয়া। এদিক তিনি জেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করার পাশাপাশি শ্যামপুরের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুর ও উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ সেচ দপ্তরের আধিকারিকরা। সেচ দপ্তর সূত্রে খবর নদী বাঁধের অবস্থা খারাপ হলেও আতঙ্কের কোন কারন নেই। অন্যদিকে এদিন সন্ধ্যা থেকেই উলুবেড়িয়া শহর বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। মানুষের আশঙ্কা ঘূর্নিঝড় ল্যান্ডফল যত কাছাকাছি হবে তত পরিস্থিতি খারাপ হবে।  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *