ঘূর্নিঝড় “ডানা ” মোকাবিলায় প্রস্তুত হাওড়া গ্রামীন জেলা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ক্রমশঃ শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্নিঝড় “ ডানা “। ইতিমধ্যে ঘূর্নিঝড় মোকাবিলায় হাওড়া গ্রামীন জেলায় সবরকম সর্তকতামূলক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে মানুষকে সর্তক করার পাশাপাশি শ্যামপুরে এক কোম্পানী এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। ব্লকে ব্লকে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় ত্রান শিবির প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে বুধবার দুপুরে একপশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় কিছুটা বেসামাল হয়ে পড়ে উলুবেড়িয়ার নদী তীরবর্তী এলাকা। আর এরপরেই উলুবেড়িয়া আছিপুর ফেরি পরিষেবা দুইদিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন দুপুরে উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান ও চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ উলুবেড়িয়া জেটিঘাট পরিদর্শন করেন। নিজে মাইকিং করে মানুষকেসর্তক করেন।
চেয়ারম্যান অভয় দাস জানান ঘূর্নিঝড় মোকাবিলায় সবরকম সর্তকতামূলক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। পুরসভায় ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলার পাশাপাশি হেলথ সেন্টারগুলি খোলা রাখা হচ্ছে। বিদ্যুৎ দপ্তর, সেচ দপ্তরকে সর্তক করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়গুলি প্রস্তুত রাখা হয়েছে। পুরসভার দুটি জায়গায় দুই এম্বুলেন্স মজুদ রাখা হয়েছে। ঝড়ে গাছ পড়ে গেলে সেগুলি কাটার জন্য লোক প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে ত্রিপল , জামা কাপড় ও শুকনো খাবার মজুদ করা হয়েছে বলে জানান অভয় দাস।