আন্তর্জাতিক হোয়াইট কেন ডে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ১৫ ই অক্টোবর। আন্তর্জাতিক হোয়াইট কেন ডে। সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালন করা হয়। দৃষ্টিহীন মানুষেরা যে লাঠি ব্যবহার করে যাতায়াত করেন তাকে হোয়াইট কেন বলা হয়। যখন একজন দৃষ্টিহীন মানুষ এই হোয়াইট কেন নিয়ে রাস্তা পারাপার করে তখন সাধারণ মানুষ এবং গাড়ির চালকদের কি ভূমিকা পালন করতে হবে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে।
হোয়াইট কেনের নিচের দিকে একটি লাল অংশ আছে। এর অর্থ আপনি সাবধান হবেন এবং থেমে যাবেন। উপরের অংশ টি সাদা। এর অর্থ আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আসুন আমরা সবাই এই বিষয়ে সচেতনতা গড়ে তুলি। দৃষ্টিহীন মানুষদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই।