ল্যাডলো জুট মিল খোলার দাবিতে ডেপুটেশান
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বন্ধ চেঙ্গাইলের ল্যাডলো জুট মিলের অচলাবস্থা সোমবারেও কাটলোনা। ফলে পুজোর আগে মিলের সাত হাজার শ্রমিকের সমস্যা মিটলনা। যদিও পুজোর আগে মিল খোলার দাবিতে এদিন বিকালে মিল এলাকায় মিছিল করল আইএনটিডিইউসি। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ সহ আইএনটিটিইউসি এর একাধিক নেতৃবৃন্দ। এদিন জুট মিলের গেটের সামনে একটি পথসভা করার পর উলুবেড়িয়া মহকুমাশাসকের কাছে একটি ডেপুটেশান দেন তৃণমূল নেতৃত্ব।
পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান আমরা পুজোর আগে মিল খোলার পাশাপাশি শ্রমিকদের বোনাস দেওয়ার দাবি জানিয়েছি। এর পাশাপাশি মিলের হামলা হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জুট মিলে নিরাপত্তার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি ও জানিয়েছি বলে জানান অভয় দাস। অন্যদিকে মহকুমাশাসক মানস কুমার মন্ডল জানান আমরা মিল কর্তৃপক্ষ্যের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।