বন্যায় আমতা ২ নং ব্লকের ভেঙে যাওয়া নদী বাঁধ সংস্কারের কাজ শুরু

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- বন্যায় আমতা ২ নং ব্লকের  একাধিক নদী বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। আর অমাবস্যার কোটালের আগে ভেঙে যাওয়া নদী বাঁধগুলি সংস্কার করার উদ্যোগ নিল সেচ দপ্তর। প্রশাসন সূত্রে খবর ব্লকের বন্যায় পাইবাসা, ঘোষপাড়া, ঝিকিরা পশ্চিম, টাকিপাড়া, কাশমূলী, পুকুরপাড়, সমসপুর, শোলবাঘা . গাইঘাটা খালের বাঁধ সহ বিভিন্ন জায়গায় খালের বাঁধ ভেঙেছে। আর আগাম সর্তকতা হিসাবে এইসব বাঁধ নতুন করে বাঁধার কাজ শুরু হয়েছে।

আমতার বিধায়ক সুকান্ত পাল জানান বন্যায় আমতা ২ নং ব্লকের বির্স্তীন এলাকায় নদী বাঁধ ভেঙে যাওয়ায় সমস্যা বেড়েছে। আসন্ন কোটালের কথা মাথায় রেখে নদী বাঁধগুলি নতুন করে সংস্কার করার উদ্যোগ নেওয়া হযেছে। বিধায়ক সুকান্ত পাল জানান এখনোও পর্যন্ত বন্যায় ব্লকের ৮০০ কাঁচা বাড়ি, সাড়ে ৫ হাজার হেক্টর জমির ধান, দেড় হাজার হেক্টর জমির ফসল এবং ২ হাজার হেক্টর পুকুরের মাছ নষ্ট হয়েছে। এছাড়াও ব্লকের প্রায় সব রাস্তাই ক্ষতিগ্রস্থ হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *