শ্যামপুরের প্রাথমিক বিদ্যালয়ে তিথি ভোজন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- বছরের বিশেষ বিশেষ দিনে বিদ্যালয়গুলিতে তিথি ভোজন শুরু হয়েছে। বিশেষ দিনে বা পূন্য তিথি উপলক্ষ্যে শিশুদের মুখে পুষ্ঠিকর খাবার তুলে এই তিথি ভোজন প্রকল্প শুরু হয়েছে।

আর সেই তিথি ভোজনের মেনুতে বৃহস্পতিবার শ্যামপুর ২ নং ব্লকের ডিহিমন্ডলঘাট ১ নং গ্রাম পঞ্চায়েতের ডিহিমন্ডলঘাট বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য আয়োজন করা হযেছিল মিক্সড ফ্রায়েড রাইস, চিকেন কষা, পাঁপড়, আমের চাটনি, পায়েস, রসগোল্লা, আইসক্রিম। বিদ্যালয় সূত্রে খবর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে এদিন ডিহিমন্ডলঘাট বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ৩১১ জন ছাত্রছাত্রীর জন্যে এই তিথি ভোজনের ব্যাবস্থা করা হয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমাশঙ্কর বেরা জানান বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে ৯জন শিক্ষক শিক্ষিকা মিলে এই আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *