আমতার বিধায়কের উদ্যোগে সমস্যা মিটল বন্যা কবলিত এলাকার গৃহবধূর
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- ডিভিসির ছাড়া জলে এখনোও আমতা ২ নং ব্লকের অনেক নীচু জায়গা জলমগ্ন হয়ে আছে। আর বন্যার জলের হাত থেকে বাঁচতে নিজের শিশুকে নিয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিলেন শিবগাছিয়া গ্রামের গৃহবধূ করবী সানা। তবে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় সমস্যায় পড়েছেন এই গৃহবধূ। নিজের সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি যোগাযোগ করেন আমতার বিধায়ক সুকান্ত পালের সঙ্গে।
আর যোগাযোগের ২ ঘন্টার মধ্যে বিধায়কের উদ্যোগে গৃহবধূ হাতে পেলেন ত্রিপল ও শিশুর খাবার। বিধায়ককে ধন্যবাদ জানান গৃহবধূ। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছিলাম। আর এরপর থেকেই বন্যা কবলিত এলাকা থেকে মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা আমাকে জানাতে থাকে। বৃহস্পতিবারেও সেইরকম শিবগাছিয়া গ্রামের এক গৃহবধূ তার সমস্যার কথা আমাকে জানালে আমি দ্রুত সমাধান করি।