আমতা উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতির উন্নতি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ডিভিসির ছাড়া জল আমতা ও উদয়নারায়নপুরের উঁচু জায়গাগুলি থেকে জল নামতে শুরু করায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনোও অনেক নীচু জায়গা জলমগ্ন থাকায় সমস্যায় পড়েছেন সেইসব এলাকার বাসিন্দারা। অন্যদিকে আমতা ২নং ব্লকের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে আমতার বিধায়ক সুকান্ত পাল ও সেচ দপ্তরের উদ্যোগে সোমবার থেকে শটকার্ট চ্যানেলের সাইফনে ৭টি পাম্প সেটা লাগানো হয়েছে।
এদিকে বন্যায় উদয়নারায়নপুরের রাস্তাগুলিতের ব্যাপক বিপর্যয় হয়েছে।অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে চলে গেছে। উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা জানান বন্যার জলে একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি রাজ্য সড়ক, জেলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতের রাস্তাগুলি ভেঙে গেছে। অনেক জায়গা জলমগ্ন থাকায় সেইসব জায়গার রাস্তার কি অবস্থা আছে সেটা এখনোও বোঝা যাচ্ছেনা। জল নামলে সমীক্ষা করে ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করে জেলায় পাঠানো হবে।
অন্যদিকে আমতা ২ নং ব্লকের বিভিন্ন জায়গা থেকে জলস্তর নামলেও এখনোও ৯টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন। বিশেষ করে থলিয়া গ্রাম পঞ্চায়েত, অমরাগড়ি গ্রাম পঞ্চায়েত এবং ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের অবস্থা তুলনামূলকভাবে খারাপ অবস্থা। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান মূল রাস্তা থেকে জল নামছে। মঙ্গলবার থেকে বাস চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান বিধায়ক সুকান্ত পাল।