বন্যা কবলিত উদয়নারায়নপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন। বৃহস্পতিবার আমতা ও উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি দেখতে এসে তিনি ডিভিসিকে এই হুশিয়ারি দেন।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডিভিসির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করবই। নবান্নে ফিরে গিয়ে এটাই আমার কাজ। তিনি আরো বলেন বৃষ্টির জন্য বন্যা হয়নি, জল ছাড়ার কারণে এটা হয়েছে। ডিভিসি ৫ লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে তা সহ্য করা যায় না। তিনি বলেন ডিভিসির জলাধারগুলোর ধারণ ক্ষমতা ৩৬ শতাংশ কমে গেছে। মুখ্যমন্ত্রী বলেন ডিভিসি গরমে জল দেয় না। আবার বর্ষায় জল ছাড়ে।
মুখ্যমন্ত্রীর আরো অভিযোগ ডিভিসি কত জল ছাড়ছে তার পুরো তথ্য তারা দিচ্ছে না। বছরে পর বছর এভাবেই চলতে পারে না। এদিন তিনি নদীতে স্রোত নিয়েও প্রশাসনকে সাবধান করেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্রোতের অবস্থা দেখে নৌকা ছাড়তে হবে। মানুষের প্রাণ আগে। এ প্রসঙ্গে তিনি বীরভূমে নৌকা উল্টে যাওয়ার প্রসঙ্গ টেনে আনেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ নিয়ে কাউকে যেন বঞ্চিত না করা হয় সেটা নিয়েও তিনি পরিষ্কার জানিয়ে দেন। তিনি বলেন ৫০ লক্ষ পাকা বাড়ি হয়েছে এবং আরো ৫০ লক্ষ মাটির বাড়ি আছে। তিন বছর ধরে কেন্দ্রে কোন টাকা দিচ্ছে না।
আমরা এবার ১১ লক্ষ টাকা লক্ষ বাড়ি তৈরি করব। ১ লক্ষ বাড়ি করা হবে। মানুষ বিপদে রয়েছে। যাদের বাড়ি ধসে গেছে। তাদের লিস্টে করতে হবে। কেউ বঞ্চিত হোক আমি চাই না। মানুষ বিপদে পড়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের কাজ। রিলিফ ক্যাম্পেও যাতে তাদের কাপড়, খাবারের কোন সমস্যা না হয় সেগুলো তিনি দেখতে বলেন তিনি। তিনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাপে কামড়ানোর ওষুধ যথাযথভাবে রাখার নির্দেশ দেন। চাষীদের চিন্তা করতে বারন করেন তিনি। কারন শস্য বীমা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন চিকিৎসকদের বলবো ডাঙ্গায় সাপ উঠে গেছে। এরপরে ডায়রিয়া জ্বর হবে। চিফ সেক্রেটারিকে ইমারজেন্সি মেডিকেল ক্যাম্প করতে বলেছি। মেডিকেল কেম তো করব কিন্তু মুখ্যমন্ত্রীর আক্ষেপ এখনো তো কাজে যোগদান হয়নি আমি সাধ্যমত করেছি এর থেকে বেশি কিছু বলার নেই এতে শুভ বুদ্ধির উদয় হোক।