আমতা উদয়নারায়নপুরের বন্যা পরিস্থিতি অবনতি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মঙ্গলবারের পর বুধবার দীপাঞ্চল ভাটোরার বন্যা পরিস্থিতির আরোও অবনতি হল। পাশাপাশি এবার আমতার পর নতুন করে প্লাবিত হল উদয়নারায়নপুর। মঙ্গলবার মুন্ডেশ্বরীর জলে প্লাবিত হয়েছিল দীপাঞ্চল। আর বুধবার সেই জল আরোও বৃদ্ধি পেয়ে পরিস্থিতির আরোও অবনতি হল।
এদিন মুন্ডেশ্বরী নদীতে জলের স্রোত বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নদীতে নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে দীপাঞ্চল ছাড়াও আরোও কিছু গ্রাম পঞ্চায়েত প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি জানান ইতিমধ্যে ৯টি ত্রান শিবির খোলা হয়েছে। সেখানে এক হাজার মানুষকে সরিযে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার রাত থেকেই জলমগ্ন হয়ে পড়ে উদয়নারায়নপুরের বিস্তীন এলাকা। আমতা উদয়নারায়নপুর, উদয়নারায়নপুর মুন্সিরহাট , উদয়নারায়নপুর ডিহিভুরসুট রাস্তার বিভিন্ন জায়গায় কোমর সমান জল দাঁড়িয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা জানান এখনোও পর্যন্ত উদয়নারায়নপুরের ৮ টি গ্রাম পঞ্চায়েতের ৫৫ টি গ্রামের প্রায় এক লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। ব্লকের ৪৮টি ত্রান শিবিরে ৬ হাজার মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে এদিন দুপুরে আমতা ও উদয়নারায়নপুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসনে এম এস এম ই এর মুখ্য সচিব রাজেশ পান্ডে। এদিক বিকালে আমতার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মন্ত্রী পুলক রায়।